দেশজুড়ে

ফরিদপুর মেডিকেলে প্রাণ গেলো আরও ৮ জনের

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে মারা যান

Advertisement

মৃতদের মধ্যে ফরিদপুরের তিনজন, রাজবাড়ীর তিনজন, মাগুরার একজন এবং মাদারীপুর জেলার একজন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ১০৯ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৬ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে নতুন করে আরও ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

Advertisement

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকীর রহমান জানান, একই সময়ে পিসিআর ল্যাবে ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৪ জন। মারা গেছেন ৫০২ জন।

এন কে বি নয়ন/এসআর/এমএস