বিনোদন

জন্মদিনে ইমরানের উপহার ‘পরাণ বন্ধুরে’, সঙ্গী কেয়া পায়েল

চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। তার জন্মদিন ৫ সেপ্টেম্বর। ১৯৮৯ সালের এদিনে জন্মগ্রহণ করেন তিনি। সংগীতাঙ্গনে এ সময়ে শীর্ষ তারকাদের একজন ইমরান। দেশ-বিদেশে রয়েছে তার গানের অগণিত ভক্ত।

Advertisement

তাদের জন্য নিজের জন্মদিনে বিশেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন ইমরান।

আসছে ইমরানের নতুন গান ‘পরাণ বন্ধুরে’। এর সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

ইমরান জানান, গানটি ভিডিও আকারে আসছে ৫ সেপ্টেম্বর সিএমভি থেকে প্রকাশ পাবে। এ গানের ভিডিওতে মডেলও হয়েছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে মডেল ও অভিনেত্রী কেয়া পায়েলকে।

Advertisement

ইমরান এ গান নিয়ে বলেন, ‘আমার জন্মদিন উপলক্ষে গানটি করতে যাচ্ছি। যারা আমার গান পছন্দ করেন, আমাকে ভালোবাসা বরাবরই ধন্য করেন তাদের জন্য এটি উপহার হিসেবে রইলো। তাছাড়া অনেকদিন হয় নতুন গান নেই। তাই ‘পরাণ বন্ধুরে’ তৈরি করলাম।’

গানের ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। এ গানটি লিখেছেন কবির বকুল।

এলএ/জিকেএস

Advertisement