জাতীয়

পরিমাপে কারচুপি, তিন পাম্পকে ৪ লাখ টাকা জরিমানা

পরিমাপে কারচুপির অপরাধে তিনটি পেট্রল পাম্পকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

Advertisement

রোববার (২৯ আগস্ট) গাজীপুর জেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

এ সময় চান্দনা চৌরাস্তা এলাকায় র‌্যাব-১ ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স কে চৌধুরী অ্যান্ড কোম্পানির জ্বালানি তেল পরিমাপে একটি পেট্রল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১০০ ও ৯০ মিলিলিটার কম পাওয়া যায়। এছাড়া পাম্পটির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ভোগরা এলাকায় মুকুল ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে একটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৮০ ও ৪১০ মিলিলিটার কম দেয়ায় ৫০ হাজার টাকা এবং কড্ডা এলাকার মেসার্স রিয়াজ অ্যান্ড কোং সিএনজি ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে একটি অকটেন ও দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৭১০, ৫৯০ ও ৪৭০ মিলিলিটার কম দেয়ায় এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।

এনএইচ/এমআরআর/এমকেএইচ