কুমিল্লায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
Advertisement
রোববার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানি চোঁ গ্রামের হাজী আবুল বাশারের ছেলে নজরুল ইসলাম (৩২)। তিনি হরিশ্চর বাজারে স্টেশনারির ব্যবসা করতেন। অপরজন হলেন পদুয়া গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে রনি (৩০)। একই বাজারে ফলের ব্যবসা করতেন তিনি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল বাশার জানান, দুপুর দেড়টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম, রনি ও কবির হোসেন নামে আরও একজন। পথিমধ্যে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রনি। গুরুতর আহত অবস্থায় কবির হোসেন ও নজরুলকে হাসপাতালে নেয়ার পথে মারা যান নজরুল।
ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে তাদের পরিবার। নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের দাবি জানিয়েছেন। সে বিষয়ে উপজেলা এবং ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয়দের সঙ্গে আলোচনা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এফআরএম/এমকেএইচ
Advertisement