দেশজুড়ে

কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১২

করোনার হটস্পট হয়ে ওঠা কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২৯ আগস্ট) সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোববার সকাল ৯টা পর্যন্ত ৮৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন।

এদিকে কুষ্টিয়ায় আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৯টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৩৭ ভাগ। শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার চারজন, কুমারখালী উপজেলার চারজন, ভেড়ামারা উপজেলার দুইজন, মিরপুরের একজন এবং খোকসা উপজেলার একজন রয়েছেন।

Advertisement

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৬২ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭২৩ জন।

বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৭৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১১৮৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন।

আল-মামুন সাগর/ইউএইচ/এমএইচআর/জিকেএস

Advertisement