অবশেষে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত অষ্টম বেতন স্কেলের গেজেট। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গেজেটের মোড়ক উন্মোচন করেন। এর মাধ্যমে অবসান হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার।এর আগে অষ্টম বেতন স্কেলের গেজেটের চূড়ান্ত কপি অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান। এরপর অর্থমন্ত্রী গেজেটের মোড়ক উন্মোচন করেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, সরকারি চাকরিজীবীদের বিজয় দিবসের বিশেষ উপহার বেতন স্কেলের প্রজ্ঞাপন।এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার মহান বিজয় দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার অষ্টম বেতন কাঠামোর প্রজ্ঞাপন সবার হাতে পৌঁছাবে। প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কার্যক্রম শুরু করেছে অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ।এর আগে শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, ১ জানুয়ারি থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন- এটা নিশ্চিত। আইন মন্ত্রণালয় কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিল। তারা সেটা করতে পারে না। অর্থাৎ ১ জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন পাবেন তারা।উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন পায়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।এসএ/এসএইচএস
Advertisement