দেশজুড়ে

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় একটি বগি লাইনচ্যুত হয়েছে।ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

শনিবার (২৮ আগস্ট) রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নীচে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনায় ২/১ জন আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা সুস্থ রয়েছেন।

Advertisement

কুমিল্লা রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুঘর্টনা কবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাতটি বগি লাকসাম জংশনে এবং বাকি সাতটি কুমিল্লা রেল স্টেশনে নেয়া হয়েছে। লাকসাম জংশন লোকোসেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে বিকল হয়েছে।ফলে আখাউড়া থেকে আরেকটি রিলিফ ট্রেন রওয়ানা করেছে

জাহিদ পাটোয়ারী/এএইচ