তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে কনসার্ট সেবা চালু করছে ইয়াহু

অনলাইনে বিনামূল্যে কনসার্ট প্রচারের সেবা চালু করতে যাচ্ছে মার্কিন ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ইয়াহু। এর মাধ্যমে ইয়াহু গ্রাহকরা উশার, মিকায়েল ফ্রান্টি ও দ্য ডেভ ম্যাথুজ ব্যান্ডের মতো গানের দলের কনসার্ট বিনামূল্যে অনলাইনে দেখতে পাবেন।এ উপলক্ষে ডেভ ম্যাথুজ ব্যান্ডের একটি কনসার্ট রয়েছে। এ কনসার্টটির মাধ্যমেই ইয়াহু তাদের এ সেবাটি উন্মোচন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। বিবৃতিতে ইয়াহুর প্রধান বিপণন কর্মকর্তা ক্রাথি সাভিট বলেন, লাইভ যে কোনো অনুষ্ঠান দেখার মজাই আলাদা। নতুন সেবার মাধ্যমে গ্রাহকরা প্রিয়জনদের সঙ্গে ঘরে বসেই লাইভ কনসার্ট উপভোগ করতে পারবেন।লাইভ ন্যাশন চ্যানেলের মাধ্যমে এ সেবা সম্প্রচার করবে ইয়াহু। লাইভ ন্যাশন প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ২৩ হাজারেরও বেশি কনসার্ট কভার করে। বিশ্লেষকদের মতে, এ বিশাল সংগ্রহের কারণে ইয়াহুর নতুন সেবাটির গ্রহণযোগ্যতাও বাড়বে। এদিকে সেবাটি চালু হওয়ার প্রথম মাসেই জন লিজেন্ড, জাস্টিন টিম্বারলেক, ওয়ানরিপাবলিক, এভারক্লিয়ার, এয়ারবর্ন টক্সিক ইভেন্টসহ বেশকিছু ব্যান্ড ও গায়কের কনসার্ট প্রচার করা হবে।সম্প্রতি প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে নিজেদের সেবায় ভিন্নতার আনার প্রবণতা দেখা যাচ্ছে। ইয়াহুও নতুন সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবসার পরিধি বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, নতুন সেবাটির মানের ওপরই নির্ভর করছে এর ভবিষ্যত্। তবে অনলাইনে কনসার্ট উপভোগের সেবাটির জনপ্রিয়তা অল্প দিনেই বাড়বে বলে মনে করা হচ্ছে।

Advertisement