ধর্ম

বর-কনের জন্য দোয়া

বিবাহ-শাদির পর উপস্থিত অনুপস্থিত লোকজন নতুন বর-কনের জন্য দোয়া করা সুন্নাত। বর-কনের সুন্দর ও ইসলামী জীবন-যাপনে তাদের কল্যাণ কামনা করা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবাহের পর বর-কনের কল্যাণের জন্য দোয়া করতেন।হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো ব্যক্তি বিবাহ করতো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে অভিনন্দন জানিয়ে এই দোয়া করতেন-উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন।অর্থ : এই বিবাহে আল্লাহ তোমাকে বরকত দান করুন এবং তোমাদের উভয়ের উপর বরকত হোক। আর তোমাদের দুজনকে একত্রে উত্তমরূপে অবস্থান করার ব্যবস্থা করে দিন। (মুসনাদে আহমদ, তিরিমজি, আবু দাউদ, মিশকাত)আল্লাহ তাআলা দুনিয়ার সব বিবাহের মজলিশে উপস্থিত ব্যক্তিগর্বকে বর-কনের জন্য উক্ত দোয়া করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement