দেশজুড়ে

করোনা: খুলনা বিভাগে আরও ৯ জনের প্রাণহানি

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১২৪ জন।

Advertisement

শনিবার (২৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজন করে মারা গেছেন খুলনা ও ঝিনাইদহে। এছাড়া কুষ্টিয়ায় দুইজন ও যশোরে একজন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৯৮০ জন। শনাক্ত হয়েছেন এক লাখ ৮ হাজার ২৫৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯২০ জন।

Advertisement

আলমগীর হান্নান/ এফআরএম/জিকেএস