খেলাধুলা

সাব্বিরকে ফিরিয়ে দিলেন মাশরাফি

বিপিএলের শ্বাসরূদ্ধকর ফাইনাল। টুর্নামেন্টের সেরা দুই দল মুখোমুখি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলস। মাশরাফির মুখোমুখি মাহমুদুল্লাহ রিয়াদ। এমন শ্বাসরূদ্ধকর ফাইনালের শুরুতেই টস ভাগ্যে জিতে গেলেন মাশরাফি বিন মর্তুজা। টস জিতেই নিলেন ব্যাটিং।মাশরাফি জানেন এমন উইকেটে কিভাবে আক্রমণ শানাতে হয়। এ কারণে শুরুতেই তিনি নিয়ে আসলেন টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা আসহার জাইদিকে। তবে প্রথম ওভারে ৯, দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারেই বরিশাল বুলসের ওপর আঘাত হানলেন আসহার জাইদি। তুলে নিলেন বরিশালের প্রথম উইকেট।বরিশাল তখন ব্যাট করছিল ১৯ রান নিয়ে। মেহেদী মারূফ কুমিল্লার ওপর চড়াও হতে শুরু করেছিলেন তখন। কিন্তু আসহার জাইদির দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মারূফকে। ১৯ রানে পড়ল বরিশালের প্রথম উইকেট।তবে দ্বিতীয় উইকেট জুটিতে সেকুগে প্রসন্ন আর সাব্বির রহমান মিলে বেশ ঝড় তুলেছিলেন কুমিল্লার ওপর। ৩৫ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। বিশেষ করে শ্রীলংকান সেকুগে প্রসন্ন একের পর এক বোলারদে বাউন্ডারি ছাড়া করছিলেন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, তাকে আউট করতে না পারলে কুমিল্লার বেশ বিপদ। এমন পরিস্থিতিতে মাশরাফি বোলিংয়ে নিয়ে আসেন ড্যারে স্টিভেন্সকে। বোলিংয়ে এসেই নিজের প্রথম ওভারের পঞ্চম বলে প্রসন্নকে বোল্ড করেন স্টিভেন্স। ১৯ বলে ৩৩ রান করে ফিরে গেলেন প্রসন্ন।এরপর সবচেয়ে বিপজ্জনক জুটি (দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবে) সাব্বির আর নাফীস মিলে কুমিল্লার বোলারদের মোকাবেলা করতে শুরু করেন। সাব্বির রহমান ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছিলেন। কিন্তু মাশরাফির তীক্ষ্ণ বুদ্ধির সামনে তো আর সফল হওয়া সম্ভব না। হলোও না। ১১তম ওভারে নিজের দ্বিতীয় ওভার বল করতে এলেন মাশরাফি। ওভারের দ্বিতীয় বলটিই গুড লেনথে করলেন মাশরাফি। ছক্কা মারতে পারবেন ভেবে হাঁকিয়েছিলেন সাব্বির। কিন্তু ব্যাট ফাঁকি দিয়ে বলটি উড়িয়ে নিয়ে গেলো সাব্বিরের স্ট্যাম্প। ১৯ বলে ৯ রান করে আউট হয়ে গেলেন সাব্বির। এ রিপোর্ট লেখার সময় বরিশালের রান ১২ ওভার শেষে ৭৩ রান। উইকেটে রয়েছেন শাহরিয়ার নাফীস ১২ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রানে।আইএইচএস/জেডএইচ/আরআইপি

Advertisement