বিনোদন

বিপাকে মাহিয়া মাহি, করলেন সতর্ক

বিপাকে মাহিয়া মাহি, করলেন সতর্ক

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এই নায়িকাকে নিয়মিত দেখা যায়। কখনো কবিতা লেখেন, কখনো রোমান্টিক কোনো ছবিতে প্রেমমাখা ক্যাপশনে হাজির হন।

Advertisement

কখনো বা দেখা দেন রান্নার ভিডিও নিয়ে। এভাবেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। সম্প্রতি ঘটলো বিপত্তি! নিজের ভেরিফায়েপড ফেসবুক পেজটির নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এটি হ্যাক করা হয়েছে।

সত্যতা যাচাই করতে জাগো নিউজ থেকে যোগাযোগ করলে মাহিয়া মাহি তিনি এই মুহূর্তে ‘মাফিয়া’ নামের ওয়েব সিরিজের শুটিংয়ে রয়েছেন। সেখান থেকে বলেন, ‘গত রাত থেকেই আমার ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না।’

সবাইকে সতর্ক করে তিনি বলেন, পেজ থেকে বাজে কোনো কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন।

Advertisement

তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করছি পেজটা উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করব। বুঝতে পারছি না আসলে হঠাৎ কী হলো।’

২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত দিয়েছেন মাহি।

এমআই/এলএ/এমএস

Advertisement