খেলাধুলা

বাংলাদেশের জিদান মিয়া খেলবেন স্প্যানিশ লা লিগায়

স্প্যানিশ লা লিগার দল রায়ো ভায়োকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেয়া ২০ বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি।

Advertisement

তবে জিদান মিয়া প্রথম মৌসুমেই ভায়োকানোর মূল দলে খেলবেন না। আপাতত দলের সঙ্গে রেখে জিদানের স্কিল আরও বাড়ানোর দিকে মনোযোগ দেবে ক্লাবটি। জিদানের বাবা সুফিয়ান মিয়া বর্তমানে দুবাই আছেন। সেখান থেকে তিনিই জাগো নিউজকে জানিয়েছেন তার ছেলের নতুন ক্লাবে যোগ দেয়ার ব্যাপারে এসব তথ্য।

এছাড়া মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি এন্থেম স্পোর্টসও জানিয়েছে এ খবর। মাদ্রিদের স্কাউট একাডেমি জেনোভা স্পোর্টসের পোস্টেও জানা গেছে জিদান মিয়ার ভায়োকানোতে যোগ দেয়ার খবরটি। ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমি থেকে হাতেখড়ি নেয়া এই ফুটবলারকে এবার দেখা যাবে স্পেনের ক্লাব ফুটবলের সর্বোচ্চ লিগে।

খবরটি জানিয়ে এন্থেম স্পোর্টস লিখেছে, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমিতে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হয়। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।’

Advertisement

      View this post on Instagram

A post shared by Madrid Academy / Adim/Scout (@genovasoccer.es)

অন্যদিকে জেনোভা স্পোর্টস লিখেছে, ‘বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে জিদান মিয়ার সঙ্গে রায়ো ভায়োকানোর চুক্তির ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। দুই মাস আগে জিদান মিয়া আমাদের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছিল। সেখান থেকে ট্রায়ালের মাধ্যমে ক্লাবটিতে সুযোগ পেয়েছে।’

মরিস পানেইলো নামের এক ফুটবল এজেন্ট জিদানের চুক্তির বিষয়ে কাজ করেছেন। ভায়োকানোতে যোগ দেয়ার আগে ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে খেলেছেন জিদান মিয়া। এছাড়া ইংল্যান্ড, ওয়েলস, ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন যুব দলেও খেলেছেন তিনি।

 

আরআই/এসএএস/এমএস

Advertisement