নোয়াখালীতে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (৪০) নামের সিএনজি চালিত অটোরিকশারচালক নিহত হয়েছেন।
Advertisement
শনিবার (২৮ আগস্ট) সকালে মাইজদী-সোনাপুর সড়কের ওয়ালটন শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
আবদুর রহিম নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুরের জয়নাল আবেদীনের ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, মাইজদী বাজার থেকে সোনাপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আবদুর রহিম মারা যান।
Advertisement
তিন আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস