রাজধানীর মিরপুরের পল্লবী আদর্শনগর এলাকায় মুরগিবোঝাই পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে সায়েম (২) নামের এক শিশু নিহত হয়েছে।
Advertisement
শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির বাবা হীরা মিয়া জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় সায়েমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হীরা মিয়া জাগো নিউজকে বলেন, ‘আমি একজন রিকশাচালক। সকালে আমার ছেলে ও আমি বাসা থেকে একসঙ্গে বের হয়ে রাস্তার পাশে দাঁড়াই। ছেলেকে জিজ্ঞেস করি, সে কিছু খাবে কিনা। আমি একটু দূরে গিয়ে দাঁড়াতেই পাশে থাকা একটি মুরগির ট্রাক আমার ছেলেকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি দ্রুত গিয়ে ট্রাকের সামনে দাঁড়াতেই চালক গাড়ি থেকে নেমে পালিয়ে চলে যায়।’
Advertisement
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় সায়েমকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ট্রাকচাপায় ছেলে নিহতের বিচার দাবি করেছেন।
হীরা মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ায়। বর্তমানে মিরপুরে পল্লবী এলাকার আদর্শ নগর এলাকায় থাকেন। দুই ভাইয়ের মধ্যে সিয়াম ছিল ছোট।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমকেআর/এএসএম
Advertisement