ফেনীতে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন নুর হোসেন নরু নামের এক ব্যবসায়ী। শুক্রবার (২৬ আগস্ট) শহরের পাঠানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
এ ঘটনায় ফেনী মডেল থানায় অভিযোগ দেয়ার পর হামলাকারী মনছুর উদ্দিন আহমেদ ও সোহাগ নামের দুজনকে আটক করেছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুর হোসেন জানান, ঢাকাস্থ তার গার্মেন্টস প্রতিষ্ঠান ‘থ্রিজি অ্যাপারেলস’ থেকে পণ্য ক্রয় করে সৌদি আরবে নিজের প্রতিষ্ঠানে বিক্রি করতেন মনসুর উদ্দিন। দীর্ঘদিন ব্যবসার সুবাধে মনসুরের কাছে নুর হোসেন প্রায় ৪০ লাখ টাকা পাওনা হয়। পাওনা টাকার জন্য চাপ দিলে মনসুর ৩০০ টাকার স্ট্যাম্পে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে।
এরপরও পাওনা টাকা না পেয়ে শুক্রবার মনছুরের ফেনীর পাঠানবাড়ীর বাসায় আসেন নুর হোসেন ও শরীফ মো. আনিসুর রহমান। এসময় পাওনা টাকা চাইলে মনসুর সব লেনদেন অস্বীকার করেন৷ কথা কাটাকাটির একপর্যায়ে মনসুর ও অজ্ঞাত কয়েকজন মিলে নুর হোসেন ও শরীফের ওপর হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হামলার অভিযোগে পুলিশ মনসুর ও তার শ্যালক সোহাগকে আটক করে।
Advertisement
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/এমএস