দেশজুড়ে

খুলনার দুই হাসপাতালে তিন নারীর মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে আরও তিন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Advertisement

এর মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় ডেডিকেট করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা ফুলতলার শিরোমণি এলাকার আবেজান্নেসা (৯৫) ও নড়াইল সদরের রিজিয়া বেগম (৬৫) মারা গেছেন।

Advertisement

অন্যদিকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের পূর্ণিমা অধিকারী (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে।

হত ২৪ ঘণ্টায় খুমেক ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। এর মধ্যে খুলনার ২৫ জন, বাগেরহাটের চারজন, সাতক্ষীরার দুইজন ও যশোরের একজন। খুলনার পাঁচটি হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

Advertisement