জাতীয়

চট্টগ্রামে দুজনের মৃত্যুর দিনে শনাক্ত আরও ১৮৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২১১ জনে দাঁড়ালো। এসময়ের মধ্যে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৭২৪ জনে।

Advertisement

শনিবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১১৪ উপজেলার ৭৩ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

Advertisement

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এমকেআর/এএসএম