আন্তর্জাতিক

তুরস্কের সঙ্গে তালেবানের প্রথম বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, প্রথমবারের মতো তালেবানের সঙ্গে তুরস্কের বৈঠক হয়েছে। তিনি বলেন, কাবুল বিমানবন্দর পরিচালনার কাজ করতে তালেবানের দেওয়া প্রস্তাব এখনও পর্যালোচনা করছেন তারা। খবর আল জাজিরার।

Advertisement

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে আরও বলেন, কাবুলে আমরা প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠক করেছি। সাড়ে তিন ঘণ্টা ধরে আলোচনা হয় তাদের সঙ্গে। প্রয়োজনে আরও বৈঠকে বসতেও রাজি আছে তুরস্ক।

ন্যাটোর সদস্য দেশ তুরস্কের শত শত সেনা গত ৬ বছর ধরে কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিল।

তালেবানকে সমর্থন দেওয়া নিয়ে তুরস্কের অভ্যন্তরে সাধারণ মানুষের এক ধরনের অস্বস্তি রয়েছে। যদিও এরদোয়ান বলেন, এটি কূটনৈতিক বিষয়, তাদের প্রত্যাশা কি বা তারা কি চায়, সেটা আলোচনা ছাড়া জানা সম্ভব নয়।

Advertisement

এদিকে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আরও হামলার শঙ্কা প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ। ফলে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে সংশয়ে দেশটির সাধারণ মানুষ।

এসএনআর/জেআইএম