দেশজুড়ে

যশোর জিলাস্কুলের জমি সুরক্ষার দাবিতে মানববন্ধন

যশোর জিলাস্কুলের জমিতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অফিস নির্মাণ উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে জিলাস্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনকালে বক্তব্য দেন, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর তসদিকুর রহমান, সহ-সভাপতি ইয়াসিন আলী, সৈয়দ আব্দুল মাজেদ ও আব্দুল মালেক, সাধারণ সম্পাদক এ জেডএম সালেক, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সাকু, কবি ফখরে আলম, তৌহিদুর রহমান, মাহমুদ রিবন, শ্রাবস্তী আহমেদ, হাবিবুর রহমান মিলন, প্রণব দাস, আসিফ উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জিলাস্কুলের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অফিস হলে দরপত্র আহ্বান, দাখিল, টেন্ডারবাজি নিয়ে প্রায়ই নানা ঝামেলা সৃষ্টি হবে। এতে স্কুলের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। আবার প্রস্তাবিত স্থানের সামনের সার্কিট হাউজ ভবন। ফলে সার্কিট হাউজেরও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।  বক্তরা আরো বলেন, এর আগে যশোর জিলাস্কুলের জমিতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস নির্মাণ করা হয়েছিল। এখন আবার শিক্ষা প্রকৌশল অধিদফতরের অফিস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এভাবে একের পর এক স্কুলের জায়গায় সরকারি দফতর নির্মাণের কারণে কমছে জমির পরিমাণ। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে একাডেমিক ভবন নির্মাণে স্থান সংকটে পড়বে রত্নগর্ভা শিক্ষা প্রতিষ্ঠান যশোর জিলাস্কুল। এসব বিষয় বিবেচনায় নিয়ে জিলাস্কুলের জমি সুরক্ষার দাবি জানিয়েছেন তারা। মিলন রহমান/এআরএ/আরআইপি

Advertisement