রাজনীতি

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই : বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বলেছেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হই নাই। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ কথা বলেন তিনি।   বি. চৌধুরী বলেন, স্বাধীনতার পর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো গণতন্ত্র। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হই নাই। এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে।বাণীতে তিনি আরও বলেন, শ্রীলংকার দিকে তাকালে মনে আশা জাগে, ভবিষ্যতে হয়ত তাদের মতো আমরাও নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে সক্ষম হব। মানুষের আশা-আকাঙ্খা সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে। সবার মতামত, আদর্শ বাংলাদেশের মাটিতে ধ্বনিত-প্রতিধ্বনিত হবে। বাস্তবায়িত হবে গণতন্ত্রের স্বপ্ন।   এএম/এসকেডি/আরআইপি

Advertisement