আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলায় তালেবানের কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর বিবিসির।
Advertisement
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে সেটি ছিল যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে। যদিও রয়টার্সকে তালেবানের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল বোমা হামলায় তাদের ২৮ সদস্য প্রাণ হারিয়েছে।
কাবুলের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ৯০ জন নিহত হন এবং আহত হন আরও দেড় শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে মার্কিন সেনা ও বেসামরিক আফগান নারী-শিশু রয়েছে। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
এসএনআর/জিকেএস
Advertisement