গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রায় ১৭ একর জমি মঙ্গলবার দুপুরে দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এ জমিতে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এক শ্রেণির ব্যবসায়ী। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচর্য বলেন, পার্কের অধিগ্রহণকৃত জমির প্রায় ১৭ একর জমি স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে সেখানে কাঁচা-পাকা বাড়ি, দোকান-পাট নির্মাণ করে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এতে পার্ক কর্মকর্তা-কর্মচারী এবং দর্শনার্থীদের সমস্যায় পড়তে হতো। স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নিলেও কোনো ফল না পওয়ায় জেলা প্রশাসনকে অভিযোগ দেয়া হয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম জানান, পার্কের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী দোকান-পাট ছাড়াও পাঁকা-কাচা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় শ্রীপুর থানা, জয়দেবপুর থানা পুলিশ ছাড়াও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে সাহায্য করেন। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
Advertisement