এক সপ্তাহের বেশি সময় আগে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি আফগানদের দেশ ছাড়ার হিড়িক শুরু হয়। এখনও পর্যন্ত হাজার হাজার আফগান নাগরিক দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে। তবে অনেক দেশেই আফগান নাগরিকদের বেশ ভোগান্তিতে পড়তে হলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।
Advertisement
আফগানিস্তানের যেসব শরণার্থী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এছাড়া সিউলের ইনচেওন বিমানবন্দরে আফগান শিশুদের সবার হাতে একটি করে টেডি বিয়ার উপহার দেওয়া হয়েছে।
আফগান নাগিরকদের শুধ অভ্যর্থনা জানিয়েই ক্ষান্ত হয়নি দক্ষিণ কোরিয়া। দেশটিতে পৌঁছানো আফগান নাগরিকদের শরণার্থীর বদলে ‘বিশেষ মেধা সম্পন্ন ব্যক্তি’ হিসেবেও উল্লেখ করা হয়েছে, যা মূলত এসব বাস্তূহারা মানুষের প্রতি দক্ষিণ কোরিয়ার সম্মান প্রদর্শনেরই অংশ। এসব আফগান নাগরিকদের স্বল্পমেয়াদী ভিসা দেওয়া হয়েছে।
এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Advertisement
এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালেবাননিয়ন্ত্রিত জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি বলেছে, নিহতদের মধ্যে ১৩ মার্কিন সৈন্য রয়েছেন, আছেন তালেবানেরও ২৮ সদস্য।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে জোড়া বিস্ফোরণ ঘটে। আইএস এ হামলার দায় স্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের ‘লক্ষ্যবস্তু’ বানিয়ে তারা আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
টিটিএন/এমএস
Advertisement