দেশজুড়ে

করোনা: মৃত্যু কমেছে খুলনায়

মহামারী করোনায় মৃত্যু কমেছে খুলনায়। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে একজনের মৃত্যু হলেও অন্য চার হাসপাতালে কেউ মারা যাননি।

Advertisement

শুক্রবার (২৭ আগস্ট) সকালে পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে খুলনার পাঁচটি হাসপাতালে বর্তমানে ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসর ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- যশোর সুজনপুরের শিউলী (৩৮)।

Advertisement

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস