গত জুন-জুলাইয়ে হওয়া ইউরো কাপে দল বাছাইয়ের সময় বিতর্কের জন্ম দিয়েছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। সবাইকে চমকে দিয়ে পুরো স্কোয়াডে দেশটির রাজধানীর ক্লাব রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই জায়গা দেননি বার্সেলোনার এ সাবেক খেলোয়াড়।
Advertisement
সেই ধারা বজায় থাকল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও। আগামী মাসে এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলবে স্পেন। সেই তিন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও রিয়ালের কোনো খেলোয়াড়কে রাখেননি স্পেন বস এনরিকে। এমনকি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতেও রাজি নন তিনি।
সবশেষ ইউরো কাপের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন অবশ্য এনেছেন এনরিকে। স্পেন ও বার্সেলোনার বিস্ময়বালক পেদ্রিকে রাখেননি এই তিন ম্যাচের স্কোয়াডে, বিশ্রাম দিয়েছেন আরেক মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকেও। সবমিলিয়ে মোট সাতটি পরিবর্তন আনা হয়েছে দলে।
প্রথমারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সলের ও পর্তুগালের দল ব্রাগার স্ট্রাইকার আবেল রুইস। লম্বা সময় পর দলে ফিরেছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার পাবলো ফোরনালস ও ভিয়ারিয়াল অধিনায়ক রাউল আলবিওল।
Advertisement
গত মৌসুম থেকে বয়ে চলা ইনজুরির কারণে এবারও এনরিকের দলে জায়গা পাননি অভিজ্ঞ সেন্টার ব্যাক সার্জিও রামোস। এছাড়া সুযোগ পাননি টোকিও অলিম্পিক মাতানো পাও তোরেস, দানি ওলমো ও মিকেল ওয়ারজাবালও।
আগামী ২ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে স্পেন। এরপর ৬ সেপ্টেম্বর জর্জিয়া ও ৮ সেপ্টেম্বর কসোভোর মুখোমুখি হবে তারা। বি গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পেয়ে দুই নম্বরে সুইডেন।
বিশ্বকাপ বাছাইয়ে স্পেন দল:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও), রবার্তো সানচেজ (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)।
Advertisement
ডিফেন্ডার: জর্দি আলবা (বার্সেলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া), সিজার আপজপিলিকুয়েতা (চেলসি), মার্কোস লরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), এমেরিক লাপোর্ত (ম্যানচেস্টার সিটি), ইনিগো মার্টিনেজ (অ্যাথলেটিক বিলবাও), রাউল আলবিওল (ভিয়ারিয়াল)।
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (রিয়াল সোসিয়েদাদ), কার্লোস সলের (ভ্যালেন্সিয়া), ব্রাইস মেনদেস (সেল্টা ভিগো)।
ফরোয়ার্ড: পাবলো ফোরনালস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), পাবলো সারাবিয়া (পিএসজি), ফেররান তোরেস (ম্যানচেস্টার সিটি), অ্যাডাম ট্রাওরে (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), আলভারো মোরাতা (জুভেন্টাস), জেরার্ড মরেনো (ভিয়ারিয়াল) ও আবেল রুইস (ব্রাগা)।
এসএএস/জিকেএস