জাতীয়

জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও দি হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদু। মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে একাডেমিক সহযোগিতার সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে রিসার্চ ও একাডেমিক কোলাবরেশন অধিকতর টেকসই করা। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সভাপতির বক্তব্যে বলেন, ইইউভুক্ত দেশসমূহ এবং বাংলাদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও একাডেমিক ও রিসার্চ কোলাবরেশন প্রতিষ্ঠা জরুরি। উচ্চশিক্ষার উন্নয়ন ও আন্তর্জাতিকীকরণের জন্য একাডেমিক ও রিসার্চ কোলাবরেশনের প্রয়োজনীয়তা ক্রমশ বেড়েই চলেছে। তিনি ইইউ এর পক্ষ থেকে ইরাসমাস প্লাস স্কলারশিপ ও জিন মনেট কর্মকাণ্ডের  প্রস্তাবটি বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও অপার সম্ভাবনার উন্মোচন করবে বলেও মনে করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউরোপিয়ান কমিশনের হেড অব সেক্টর-অ্যাডুকেশন, অডিও ভিজুয়াল এবং কালচার এক্সিকিউটিভ এজেন্সির ফিলিপ রুইফো। সেমিনানের বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম প্রমুখ। এসময় বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারবৃন্দ উপস্থিত ছিলেন।এনএম/এসকেডি/আরআইপি

Advertisement