জাতীয়

করোনা শনাক্তের হার ১৪ শতাংশের নিচে

দেশে করোনা রোগী শনাক্তের হার ১৪ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৮৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সবশেষ গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭৮৯টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ১৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৪ হাজার ১১১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫টি।

Advertisement

এদিকে মাস দুয়েক আগে হঠাৎ করে করোনা শনাক্তের হার বেড়ে যায়। তখন শনাক্তের হার ছিল ৩২ শতাংশ পর্যন্ত। এসময় সংক্রমণ রোধে সরকার ১ জুলাই থেকে কঠিন বিধিনিষেধ দেয়। ১১ আগস্ট থেকে তুলে নেওয়া হয় বিধিনিষেধ।

বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ কমলেও এখনও আশঙ্কামুক্ত নয় দেশ। তারা জানান, সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে থাকলে এবং তা পর পর চার সপ্তাহ অব্যাহত থাকলে করোনা ঝুঁকিমুক্ত বলা যায়। সে হিসেবে দেশ এখনও সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন তারা।

এমইউ/জেডএইচ/জিকেএস

Advertisement