সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালায় ত্রুটি থাকার অভিযোগে নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে, সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালার ত্রুটির কথা স্বীকার করেছেন নির্বাচন কমিশনের আইনজীবী এবং তা সংশোধন করার উদ্দ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দেন আদালতে। সংশোধিত পৌরসভা নির্বাচনের বিধিমালা ১৯ এর ২,৩,৪ ও ৫ ধারায় ‘ত্রুটি’ থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও পৌর নির্বাচনের সকল কার্যরক্রম স্থগিত চেয়ে গত ১৩ ডিসেম্বর রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট জুলফিকার আলীর পক্ষে ব্যারিস্টার এহসানুর রহমান রিট করেন।ব্যারিস্টার এহসানুর রহমান জানান, রিটে নির্বাচনী তফসিলে ত্রুটি থাকাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না’এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।রিটে পৌরসভা নির্বাচন বিধিমালা তফসিল সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বিধিমালায় থাকা ত্রুটি সংশোধন না করা পর্যান্ত নির্বাচনের সকল কার্যাক্রম স্থগিত চাওয়া হয়েছে।রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপ-সচিব,আইন সচিব ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ৩০ ডিসেম্বর পৌরসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এফএইচ/এসকেডি/আরআইপি
Advertisement