দেশজুড়ে

খুলনা বিভাগে ৮০ দিন পর সর্বনিম্ন মৃত্যু

খুলনা বিভাগে ৮০ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ২৯৭ জনের।

Advertisement

এর আগে গত ১১ জুন বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।

সর্বশেষ বুধবার (২৫ আগস্ট) খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয় ৩০০ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ দুইজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। এছাড়া নড়াইল, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

আলমগীর হান্নান/এএইচ/এমকেএইচ