তথ্যপ্রযুক্তি

ডিজেল চালিত গাড়ির বিক্রি বন্ধ

নতুন গাড়ির নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করায় কয়েক হাজার কোটি টাকার গাড়ি পড়ে রয়েছে কারখানায়। আগামী বছরের জানুয়ারির আগে ডিজেল চালিত গাড়ির নিবন্ধনে এ নির্দেশের কারণে বিপাকে পড়েছে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। ফলে ডিজেল চালিত গাড়ির বিক্রি প্রায়ই বন্ধ হয়ে গেছে।ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দিল্লিতে ওই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে বলা হয়েছে, ২০১৬ সালের ৬ জানুয়ারি পর্যন্ত রাজধানী নয়া দিল্লিতে নতুন কোনও ডিজেল চালিত গাড়ির নিবন্ধন করা যাবে না। আর এ জন্যে মাথায় হাত পড়েছে দেশটির মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টয়োটা, টাটা মটরস, ফোর্ড, নিসান, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ ও অডি সংস্থার। এ নির্দেশের কারণে ডিজেল গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো বেশ বিপাকে পড়েছে। সময় মতো ডেলিভারি দিতে না পারায় গ্রাহকের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাদের। অনেকেই দিল্লির পরিবর্তে নয়ডা এবং গুরগাঁও থেকে নিবন্ধন সেরে নিচ্ছেন। আবার অনেকেই গাড়ি পেতে দেরি হওয়ায় বাতিল করে দিচ্ছেন ডিজেল গাড়ির বুকিং। বেছে নিচ্ছেন পেট্রলের গাড়ি।টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে ডিজেল গাড়ি প্রস্তুতকারী এক কর্মকর্তা বলেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের এ নিষেধাজ্ঞার কারণে গাড়ি ব্যবসায় ধস নেমেছে। দেশটির বড় গাড়ি বাজারে কাজকর্ম প্রায় বন্ধ হতে চলেছে। দিল্লিতে বিক্রি হওয়া গাড়ির প্রায় ৩৬ শতাংশই ডিজেল চালিত।এসআইএস/আরআইপি

Advertisement