সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ ক্লোজড অ্যান্ড মিউচুয়াল ফান্ড বন্ধ করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত নিয়েছে, তা এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।এক রিটের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এর ফলে এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান বন্ধ করা যাবে না এবং সেগুলো ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যরিস্টার মেহেদী হাসান চৌধুরী।এআরএস/পিআর
Advertisement