জাতীয়

ভারতের উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স ঢাকার পথে

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় ভারতের উপহারের আরও ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলের ওপারে পেট্রাপোলে পৌঁছেছে। এগুলো আগামীকাল বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

Advertisement

গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিশ্রুতির অংশ হিসেবে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। চালানের আরও ৪০টি অ্যাম্বুলেন্স এখন ঢাকার পথে।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল স্থলশুল্ক, চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো আগামীকাল ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

Advertisement

এতে আরও বলা হয়, এ অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এ উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

বিএ/এমএস