নদীতে তীব্র স্রোত থাকায় আটদিন ধরে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধ। দু-একদিনের মধ্যে বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে চলাচল করবে ফেরি। এতে এড়ানো যাবে পদ্মা সেতু। এ লক্ষ্যে মঙ্গলমাঝি এলাকায় পুরোদমে চলছে ফেরিঘাট নির্মাণকাজ।
Advertisement
বুধবার (২৫ আগস্ট) রাতের মধ্যে ঘাট নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ঘাটে নারায়ণগঞ্জ থেকে আনা একটি রো রো ফেরির পন্টুন বসানো হবে। পরে নৌপথ পরীক্ষার জন্য একটি ফেরি চালানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) সূত্র জানায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ। স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত এই নৌপথে ফেরি ছাড়া হবে না। তবে জরুরি সেবা নিশ্চিত করতে ২০ আগস্ট থেকে মঙ্গলমাঝি এলাকায় নতুন করে একটি ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হয়।
মঙ্গলমাঝির লঞ্চঘাট থেকে শরীয়তপুর সড়কের মাথায় পদ্মা নদীতে বালুভর্তি জিওব্যাগ ফেলে কিছু অংশ ভরাট করা হয়েছে। সেখানে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রশস্ত ঘাট নির্মাণ চলছে। বালুভর্তি জিওব্যাগের ওপর বাঁশ, ইট ও বালু দিয়ে ঘাটটি নির্মাণ করা হয়েছে। ঘাট নির্মাণে প্রায় ৬০ লাখ টাকা ব্যয় হচ্ছে।
Advertisement
ঘাট নির্মাণের ঠিকাদার আব্দুস সামাদ হাওলাদার জাগো নিউজকে বলেন, ২০ আগস্ট থেকে ৫০ জন শ্রমিক কাজ করছেন। বুধবার রাতের মধ্যে ঘাটের নির্মাণকাজ শেষ করতে হবে। শ্রমিকরা দিন-রাত কাজ করছেন। বৃষ্টি না হলে রাতের মধ্যেই নির্মাণকাজ শেষ করতে পারব।
বিআইডব্লিউটিএর কারিগরি সহকারী প্রকৌশলী মো. ফয়সাল জাগো নিউজকে বলেন, আটদিন ধরে মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ার নৌপথ বন্ধ। মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আমরা ২০ আগস্ট থেকে মঙ্গলমাঝির এলাকায় একটি ঘাট নির্মাণের কাজ শুরু করেছি। কাজটি শেষ পর্যায়ে। বৃহস্পতি বা শুক্রবার ঘাটটি চালুর সম্ভাবনা রয়েছে। সড়ক প্রশস্ত কম হওয়ায় ওই ঘাট দিয়ে এখন ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করবে।
মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় নৌপথে চলাচলে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।
মো. ছগির হোসেন/এসজে/এএসএম
Advertisement