দেশজুড়ে

বরিশালে ইউএনও-পুলিশের ওপর হামলা: ৯ আসামির জামিন

বরিশালে ইউএনও-পুলিশের ওপর হামলা: ৯ আসামির জামিন

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবন ও পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

বুধবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দুই মামলায় গ্রেফতার সব আসামির জামিন চেয়ে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মো. মাসুম বিল্লাহ ৯ আসামিদের জামিন মঞ্জুর করেন।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) চার্লিস গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই মামলায় গ্রেফতার সব আসামির জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত ৯ জনের জামিন মঞ্জুর করেন। তারা হলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমিন উদ্দিন কালু, ইখতিয়ার উদ্দিন, আব্দুস সালাম মনু, আলো গাজী, কবির তালুকদার, হুমায়ুন হাওলাদার, নাসির উদ্দিন, ইলিয়াছ ও জমির উদ্দিন।

Advertisement

সাইফ আমীন/এএইচ/জেআইএম