আন্তর্জাতিক

কাবুল থেকে ভারতে ফেরা ১৬ জন করোনায় আক্রান্ত

আফগানিস্তান থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) ভারতে ফিরেছেন দেশটির ৭৮ জন নাগরিক। তাদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Advertisement

তাদের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে সংক্রমণঝুঁকির কারণে তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার একটি ফ্লাইটে ৪৬ জন আফগান হিন্দু এবং শিখসহ মোট ৭৮ জনকে কাবুল থেকে দিল্লিতে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজন ‘গুরু গ্রন্থসাহিব’ নিয়ে ফিরেছেন।

ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

Advertisement

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সেখানে অবস্থানরত নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত। এ পর্যন্ত ৬২৬ জনকে ভারতে আনা হয়েছে। তাদের মধ্যে ভারতের নাগরিক ২২৮ জন।

এএএইচ/জেআইএম