দেশজুড়ে

ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

ফরিদপুরের নগরকান্দায় আলোচিত ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (২৪ আগস্ট) ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আসিফ আকরাম আসামিদের কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদ্দুস ফকির, আক্কাস ফকির, জাকির ফকির, কামাল ফকির, দেলোয়ার ফকির, সামাদ সিকদার, জোহরউদ্দিন সিকদার ও বাবলু মোল্যা।

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ব্যবসায়ী মো. শাহজাহানকে স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরদিন তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শাহজাহানের ভাই হাবিবুর রহমান নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।

Advertisement

মামলায় রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকিরসহ ১৫ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালায় সিআইডি। পরে সোমবার (২৩ আগস্ট) আদালতে এ হত্যা মামলার চার্জশিট দেয় সিআইডি।

এর প্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার সাত আসামি এখনও পলাতক রয়েছেন।

এন কে বি নয়ন/এমএইচআর

Advertisement