জাতীয়

অ্যাম্বুলেন্সেই হবে করোনায় মৃতদের গোসল

করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত ব্যক্তিদের গোসলের জন্য ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটি।

Advertisement

মঙ্গলবার (২৪ আগস্ট) অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

তিনি বলেন, করোনায় মৃত ব্যক্তিদের গোসলের জন্য দেশের প্রথমবারের মতো এ ধরনের ভ্রাম্যমাণ গোসলখানা চালু হলো। গাড়িটিতে গোসল ও কাফন পরানোর ব্যবস্থা রয়েছে। করোনা আক্রান্তদের কোথাও গোসল ও কাফন পরাতে সমস্যা হলে গাড়িটি গিয়ে সব ব্যবস্থা করতে পারবে।

তাছাড়া করোনার শুরু থেকে গাউসিয়া কমিটির লোকজন মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রমুখ।

মিজানুর রহমান/বিএ/এমএস