করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি।
Advertisement
মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় মৃত ১১৪ জনের মধ্যে পুরুষ ৫৬ ও নারী ৫৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ২৪ জন ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট পুরুষ মারা গেছেন ১৬ হাজার ৬৪৬ জন। আর মোট নারীর মৃত্যু ৮ হাজার ৮৬৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর ৬৫ দশমিক ২৫ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৭৫ শতাংশ নারী।
Advertisement
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও পাঁচ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আট হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন হলো।
জেডএইচ/জিকেএস
Advertisement