তথ্যপ্রযুক্তি

একসাথে কাজ করবে স্প্রিন্ট ও টি-মোবাইল

উন্নত টেলিযোগাযোগ সেবা প্রদানের লক্ষ্যে একীভূত হতে যাচ্ছে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান স্প্রিন্ট ও টি-মোবাইল। জাপানের সফটব্যাংক স্প্রিন্টের মাধ্যমে টি-মোবাইলকে কেনার লক্ষ্যে প্রতিষ্ঠানটির মূল অংশ ডয়েচে টেলিকমের সঙ্গে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। খবর এনডিটিভিএকত্রীকরণে ফলে জাপানের তিনটি মেগা ব্যাংক মিজুহো, মিত্সুবিশি ইউএফজে ও সুমিতোমো মিত্সুইসহ মোট আটটি আর্থিক প্রতিষ্ঠান সফটব্যাংককে সাহায্য করবে। এসব প্রতিষ্ঠান মোট ৪ লাখ কোটি ইয়েন (৩ হাজার ৯০০ কোটি ডলার) অর্থ সাহায্য দেবে।যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভেরাইজন ওয়্যারলেস ও এটিঅ্যান্ডটি। পরের দুটি অবস্থান ধরে রেখেছে স্প্রিন্ট ও টি-মোবাইল। নিক্কেইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দুটি প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা তৃতীয় ও চতুর্থ স্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান দুটির গ্রাহকসংখ্যার প্রায় সমান। এ কারণে সাম্প্রতিক একত্রীকরণ শীর্ষ দুটি প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে সফটব্যাংক স্প্রিন্টকে ২ হাজার ১৬০ কোটি ডলারে কিনে নেয়। এবার তারা যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ এ টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির মাধ্যমে চতুর্থ শীর্ষ প্রতিষ্ঠানটি কিনে নেয়ার পরিকল্পনা করছে। সংশ্লিষ্টদের মতে এ অধিগ্রহণ সম্পন্ন হলে সফটব্যাংক যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ খাত থেকে বিপুল অর্থ উপার্জনে সক্ষম হবে।

Advertisement