লাইফস্টাইল

দিদির সঙ্গে মিলবে দাদাও, বিশ্বরঙের আয়োজন ‘শারদ শ্রী’

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুদীর্ঘ ২৫ বছর ধরে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘বিশ্বরঙ’। এই ২৫ বছরে বিশ্বরঙ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে।

Advertisement

ধারাবাহিকতায় ষষ্ঠ বারের মতো শুরু হচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২১’।

বিগত বছরগুলোতে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি’ প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে প্রতিভার সাক্ষর রাখছেন। তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।

এমন একটা আয়োজনে বিশ্বরঙ সঙ্গী করতে চায় ছেলেদেরও। খুঁজে বের করতে চায় দাদাদেরও। তাই তারা আয়োজন করেছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ শ্রী’।

Advertisement

এবারের ষষ্ঠ ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি’ প্রতিযোগিতায় দেশের যে কোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের ও ধর্মের মেয়ে ও ছেলেরা অংশগ্রহণ করতে পারবেন। লাগবে না কোনো রেজিস্ট্রেশন ফি। বায়োডাটাসহ শারদ সাজে ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

পাঠাতে হবে bishworangdidievent@gmail.com এই ঠিকানায়।

এবারের প্রতিযোগিতায় বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বরা।

এলএ/এমএস

Advertisement