দেশজুড়ে

বগুড়ায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩৮০টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৭১ জন। তাদের মধ্যে সদরে ৬২ জন, গাবতলীতে চারজন, নন্দীগ্রামে দুইজন এবং শিবগঞ্জ, আদমদীঘি ও শাজাহানপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২১ জন।

Advertisement

এফআরএম/জেআইএম