দেশজুড়ে

খুলনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে কমেছে শনাক্তের হার কমেছে। সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত খুলনার পাঁচটি হাসপাতালের ফোকাল পারসনরা এ তথ্য জানিয়েছেন।

Advertisement

এর আগে গতকাল পর্যন্ত তিন মাসের মধ্যে খুলনা মহানগরীর ৫টি হাসপাতালের করোনা ইউনিট ছিল মৃত্যুশূন্য। গত ২৫ মে খুলনার করোনা হাসপাতালগুলো মৃত্যুশূন্য ছিল। তবে গত ২৪ ঘণ্টায় নগরীর পাঁচ হাসপাতাল মিলে মারা গেছেন একজন।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্তের হারও কমছে। ২৪ ঘণ্টায় মোট ৩৭৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। শনাক্তের হার ১৭ দশমিক ৮৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৯ দশমিক ৪১ শতাংশ।

আলমগীর হান্নান/ইএ/জেআইএম

Advertisement