দেশজুড়ে

‘সরকার কুরআন-সুন্নাহর বাইরে কিছু করে না’

বর্তমান সরকার কুরআন ও সুন্নাহর বাইরে কিছু করে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।

Advertisement

সোমবার (২৩ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ইমাম সমিতির একটি আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার এদেশে মদের লাইসেন্স দেয় না, ইসলামি শিক্ষায় মানুষকে কীভাবে আলোকিত করা যায় সে চেষ্টা করছেন। মাদরাসায় পাশ করা শিক্ষার্থীদের এমএ (মাস্টার্স) পাশ সার্টিফিকেটের মর্যাদা দিয়েছেন।

তিনি বলেন, ৫০০ মাদরাসাকে উন্নয়নের একটি প্রকল্প নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানকার লাইব্রেরিতে ইসলামের ইতিহাস ও ইসলামের ব্যাখ্যাসহ সবধরনের বই পাওয়া যাবে।

Advertisement

জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম