সিলেট বিভাগে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
Advertisement
সোমবার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনার দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনসহ ১০ জন সিলেটের ও দুইজন সুনামগঞ্জের বাসিন্দা। এছাড়া নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮১ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ৩৩ জন ও মৌলভীবাজারের ৫২ জন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৪২১ জনে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭ হাজার ৪১৭ জন, সুনামগঞ্জে পাঁচ হাজার ৯৪৯ জন, হবিগঞ্জে ছয় হাজার ১৭৪ জন ও মৌলভীবাজারে সাত হাজার ৫১৫ জন।
Advertisement
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সিলেটে করোনায় এ পর্যন্ত ৯৯৬ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭২১ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন ও ওসমানী মেডিকেলে ৯০ জনের মৃত্যু হয়েছে।
ছামির মাহমুদ/আরএইচ/এএসএম