জাতীয়

পণ্য খালাস বন্ধ, চট্টগ্রাম বন্দরে ২১ নাবিক কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম সমুদ্রবন্দরে চীন থেকে আসা একটি জাহাজের কয়েকজন নাবিকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। ফলে জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এরপর থেকে এমভি সেরেন জুনিপার নামে সারবাহী জাহাজটির পণ্য খালাস বন্ধ রয়েছে।

Advertisement

সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাহাজটির ২১ নাবিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আপাতত বন্ধ রয়েছে বহির্নোঙরে থাকা জাহাজটির পণ্য খালাস। উপসর্গ থাকা নাবিকদের স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, চীনের ন্যানটং বন্দর থেকে আসা বাহামার পতাকাবাহী জাহাজটিতে ৪৬ হাজার ৩০০ টন ডিএপি সার রয়েছে। ১২ আগস্ট বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। এর ২১ নাবিকের মধ্যে ১৬ জন ফিলিপাইনের, তিনজন ইউক্রেনের, একজন রাশিয়ার ও একজন রোমানিয়ার বলে জানা গেছে।

Advertisement

মিজানুর রহমান/জেডএইচ/জিকেএস