ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (২৩ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), গফরগাওয়ের হুজাইফা (২ মাস), নান্দাইলের সালেমা (৯০) এবং ঈশ্বরগঞ্জের আব্দুস সালাম (৫৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশাল উপজেলার আছিয়া খাতুন (৫৫), নান্দাইলের রাবেয়া (৮০) ও গাজীপুর সদরের নূরজাহান (৭০)।
Advertisement
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ১৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৯৭ জন চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭৭৪টি নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।
মঞ্জুরুল ইসলাম/এসজে/জিকেএস
Advertisement