টেনিস কোর্টে সেরেনার বছরটা দুর্দান্ত কেটেছে। বছরের শুরুতে ইনজুরি সমস্যা থাকলেও, ৪ গ্র্যান্ড স্ল্যামের ৩টিই জিতেছেন এই টেনিস তারকা। এরই স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র ভিত্তিক খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেডের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন মার্কিন টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। ১৯৮৩ সালের পর এই প্রথম এককভাবে কোনো নারী ক্রীড়াবিদ এই পুরস্কার জিতলেন।ইতিহাসের ৮ম নারী খেলোয়াড় হিসেবে সেরেনা ক্যারিয়ারে ৭০০টি ম্যাচ জিতেছেন। পাশাপাশি স্টেফি গ্রাফের পর দ্বিতীয় নারী খেলোয়াড় হিসেবে টানা দুই বছর র্যাং কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সেরেনা।১৯৫৪ সাল থেকে বছরের সেরা ক্রীড়াবিদদের সম্মাননা দিয়ে আসছে স্পোর্টস ইলাস্ট্রেটেড। সবশেষে ১৯৭৬ সালে কিরস এভার্ট কোনো নারী টেনিস খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছিলেন।এমআর/পিআর
Advertisement