পুকুরে গোসলে নামে শিশু দোলা। তবে দীর্ঘ সময় হয়ে গেলেও সে ওঠেনি। পরে মা নিপা বেগম তাকে দ্রুত পুকুর থেকে উঠতে বলেন। তারপরও কথা না শোনায় মেয়েকে লক্ষ্য করে কাঠের একটি টুকরা ছুড়ে মারেন মা। এতেই মারা গেছে মেয়েটি।
Advertisement
রোববার (২২ আগস্ট) দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলার ফুরশাইল এলাকায়।
নিহত দোলা উত্তর ফুরশাইল গ্রামের দুলাল শেখের মেয়ে। সে উত্তর ফুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিকেল ৫টার দিকে ময়নাতদন্তে জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পলাতক মা নিপা বেগম।
Advertisement
স্বজন ও প্রতিবেশীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে মেয়ে দোলা গোসল করতে পুকুরে নামে। মা নিপা বারবার উঠতে বললেও না সে না ওঠায় তিনি কাঠের একটি টুকরা ছুড়ে মারেন। এটি দোলার মাথায় লাগে এবং মাথা ফেটে সে পানিতে পড়ে থাকে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হলি জানান, শিশুটি মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্থতি চলছে। নিহতের মা নিপা পলাতক।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এমকেএইচ
Advertisement