দেশজুড়ে

করোনা প্রাণ নিলো দুই মাসের শিশুর

ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে হুজাইফা নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

মৃত হুজাইফা জেলার গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে সানজিদ গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে।

স্বেচ্ছায় করোনা রোগীদের সেবায় কাজ করা স্থানীয় আলী ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ আগস্ট করোনা আক্রান্ত হলে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল ৩টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Advertisement

শিশুটির মৃত্যুর খবর পেয়ে টিম ইউসুফের অ্যাম্বুলেন্সে করে মরদেহ গফরগাঁওয়ে নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। সঙ্গে টিম ইউসুফের পক্ষ থেকে দাফনের প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম